ইউক্রেন যুদ্ধ সমাপ্তে রাশিয়ার কাছে শান্তি প্রবর্তনা (পিস ইনিশিয়েটিভ) দিয়েছে ইরান। একজন ইউরোপীয় নেতা এ উদ্যোগের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।
আরোও পড়ুন: মেসির অ্যাসিস্টে তুলোসকে হারালেন নেইমার ও এমবাপ্পে
পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের দ্বার
বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পাশে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এ প্রস্তাব হস্তান্তর করার তথ্য নিশ্চিত করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেন, প্রস্তাবনায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে মতামত রয়েছে। লাভরভের সঙ্গে এটা শেয়ার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ইউরোপীয় কোনো নেতা এই প্রস্তাবের উদ্যোক্তা সে সম্পর্কে কিছু জানাননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রস্তাবনায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং যুদ্ধবন্দি প্রত্যর্পণের ইস্যু রয়েছে।
সূত্র: আল জাজিরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।