বলিউডের ভাইজান খ্যাত তারকা অভিনেতা সালমান খান। বুধবার (৩১ আগস্ট) এই অভিনেতা বোন অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ ঠাকুরের আরতি করেছেন!
জানা গেছে, সালমানের বোনের বাড়িতে গণেশ পূজার আয়োজন করা হয়। সেখানে বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। সালমান খানও হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, গণেশ ঠাকুরের আরতিও করেছেন ‘দাবাং’ অভিনেতা।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সালমান খান। এতে তাকে সাদা কুর্তা ও নীল জিন্স পরা দেখা গেছে। ভিডিওতে তাকে শ্রী সিদ্ধিবিনায়ক আরতির স্তোত্র বলতেও শোনা গেছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া’।
সামাজিকমাধ্যমে সালমানের পূজার এই ভিডিও প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। অনেকেই তার প্রশংসা করছেন। তবে মুসলিম হয়ে পূজা করায় কটাক্ষও করছেন কেউ কেউ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।