সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া মাদক থেকে মুক্তির জন্য খেলাকে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া নিশ্চিত করতে হবে। দিন দিন খেলার প্রতি অনাগ্রহ যুবসমাজকে যেমন মানসিকভাবে অস্থির করে তুলছে, তেমনি তাঁরা অন্য সব বিষয় থেকেও পিছিয়ে পড়ছে।
তাই বেশি বেশি ক্রীড়া চর্চার প্রয়োজনে ‘মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন’ প্রতিপাদ্যে শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে যশোরের মনিরামপুর উপজেলার পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল প্রীতি ম্যাচ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে ঐক্য-বন্ধন সংগঠন।
ফুটবল খেলায় ঐক্য-বন্ধন বনাম ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন। রানার্স আপ হয় ঐক্য-বন্ধন।
এসময় ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদ হাসান সোহাগের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ০১ নং রোহিতা ইউপি চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন খোদাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রিজন আলী, এএসআই মিলন হোসেন, ইউপি সদস্য জামাল উদ্দিন খান, মেহেদি হাসান, পলাশী আদর্শ কলেজের সভাপতি বাবু বিনয় কৃষ্ণ দত্ত, ইস্টার্ন ব্যাংক লিমিটেড গোয়ালদাহ বাজার শাখার পরিচালক আশরাফুল আলমসহ প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।