এবার সুখবর এলো বাইক চালকদের জন্য। দিল্লিভিত্তিক একটি স্টার্টআপ প্রতিষ্ঠান সংস্থা সিলোজ টেকনোল্যাব বিশেষ এ হেলমেট উদ্ভাবন করেছে। এর মাধ্যমেই বাইক চালকরা বিশুদ্ধ বাতাস পাবেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, লাখ লাখ বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালানোর সময় দূষিত বাতাসের সম্মুখীন হতে হয়। প্রধানত যানবাহন থেকে নির্গত দূষিত বাতাসে তাদের নানারকম সমস্যা দেখা দেয়। ক্রমবর্ধমান এ সমস্যা মোকাবিলা করবে এ হেলমেট।
তাদের দাবি, রাস্তার অন্তত ৮০ শতাংশ দূষণ রোধ করতে সক্ষম এই হেলমেট। বায়ুদূষণ সমস্যার সমাধানে সিলোজ টেকনোল্যাবের উদ্ভাবিত হেলমেটটিতে একটি ব্রাশলেস ডিসি ব্লোয়ার ফ্যান ও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিল্টার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিন একটি সার্কিট ও মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে।
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক রিপোর্টে এ হেলমেটের কথা উল্লেখ করে বলা হয়েছে যে এটি বাইক চালকদের দূষণমুক্ত বাতাস প্রদান করতে সক্ষম। হেলমেটটির বাণিজ্যিক উৎপাদনের জন্য সিলোজ ও রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের মধ্যে একটি চুক্তি হয়েছে। দেড় কেজি ওজনের হেলমেটটির দাম ধরা হয়েছে ৪ হাজার ৫০০ রুপি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।