নিজস্ব প্রতিনিধিঃ আজ ৩ সেপ্টেম্বর শনিবার সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মশিউর রহমান এনডিসি, সচিব- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক উপজেলা সমবায় অফিসার্স( সমমর্যাদা) এসোসিয়েশন ও মণিরামপুর উপজেলা সমবায় অফিসার জনাব তারিকুল ইসলাম।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।