টেলিটক, রবি এবং গ্রামীণফোনের পর এবার বাংলালিংক নিয়ে এসেছে আনলিমিটেড ইন্টারনেট মেয়াদের ইন্টারনেট প্যাক। জানা গেছে, আনলিমিটেড মেয়াদের দুটি প্যাক এনেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া ২ ও ৩ ঘণ্টা মেয়াদি আরও দুটি ডেটা প্যাক এনেছে বাংলালিংক। এক্ষেত্রে খরচ হবে যথাক্রমে ২২ ও ৩৩ টাকা। ১৫ জিবি ইন্টারনেট প্যাক কেনা যাবে ৫৪৭ টাকায় এবং ৪০ জিবি আনলিমিটেড মেয়াদের প্যাক কিনতে খরচ হবে এক হাজার ১৯৯ টাকা। উভয় প্যাকেজের মেয়াদ ১০ বছর। আওয়ারলি প্যাকেজে ২২ টাকায় ২ ঘন্টার জন্য পাওয়া যাবে ৪ জিবি ইন্টারনেট এবং ৩ ঘণ্টার জন্য ৩৩ টাকায় ৬ জিবি ইন্টারনেট।
এ বিষয়ে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, এই ধরনের প্যাক গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা দেবে। বাংলালিংক সবসময় নতুন অফারের মাধ্যমে গ্রাহকদের আরও বেশি সুবিধা দেয়ার চেষ্টা করে। নতুন প্যাক ডিজিটাল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।