তারক দেবনাথ,মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প(এনআইএলজি)’র আয়োজনে ও সুইজারল্যান্ড এবং ওয়াটারএইড পার্টনার এনজিওর সহযোগিতায় ‘বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচি প্রতিষ্ঠানিকীকরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কর্মশালায় ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক মোঃ হোসাইন শওকত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু এবং সহকারী কমিশনার ভূমি আলী হোসেন।
এসময়ে কর্মসূচিতে অংশগ্রহনকারী সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।