দিনাজপুরের খানসামা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে খানসামা উপজেলার কাচিনিয়া হাটে অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এসময় মেসার্স নাইম ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স কৃষক বন্ধু ট্রেডার্সকে ৩ হাজার ও মন্ডলের বাজারের মেসার্স তাসকিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়সহ পুলিশবৃন্দ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, এই ধরনের অভিযান চলমান থাকবে।