জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমানে ভারতের কাঙ্ক্ষিত তারকাদের মধ্যে সামান্থা রুথ প্রভুর অবস্থান সবার উপরে। অভিনয় এবং শারীরিক সৌন্দর্য দিয়ে দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী।
তাই সামান্থার খুঁটিনাটি সব কিছুর পেছনেই ছুটে চলেন দেশটির পাপারাজ্জিরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা যায়, ভয়ানক এক চর্ম রোগে আক্রান্ত হয়েছেন সামান্থা! বেশকিছু দিন ধরে এ সমস্যায় ভুগছেন তিনি। শুধু তাই নয়, এই চর্ম রোগের কারণে কাজও বন্ধ রেখেছেন সামান্থা।
জানা গেছে, সামান্থার এই শারীরিক সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চর্ম রোগ বিশেষজ্ঞরা। তবে সামান্থা এ বিষয়ে মুখ না খুললেও তার ব্যক্তিগত সহকারী সংবাদটিকে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, সামান্থার অসুস্থতা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কয়েকদিনের মধ্যেই কাজে ফিরবেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।