আজম খান, বাঘারপাড়া (যশার) : ‘নিরপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদশ’ প্রতিপাদ্যে যশোরের বাঘারপাড়ায় ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব বরাদ্দের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসারের আয়াজনে পোনা অবমুক্ত করা হয়। এদিন উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও চিত্রা জলমহালে ৩শ’৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হাসন, ওসি (তদÍ) মকবুল হাসন, সমবায় কর্মকর্তা মাস্তাফিজুর রহমান, পল্লী উনয়ন কর্মকর্তা হাসান ইমাম, মৎস্য কর্মকর্তা পলাশ বালা প্রমুখ।