ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ ও ১১ সেপ্টেম্বও অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডুয়েটের সহকারী পরিচালক (গণসংযোগ ও প্রকাশনা) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১০ সেপ্টেম্বর (শনিবার) পুরকৌশল বিভাগ, কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যাটেরিয়াল্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ১১ সেপ্টেম্বর (রোববার) যন্ত্রকৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি বিষয়ক যেকোনো তথ্য http://admission.duetbd.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।