নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে লোকবল নেবে।

পদের নাম: সেলস অফিসার।
পদ সংখ্যা: নির্ধারিত না।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।

দায়িত্ব ও কর্তব্য: দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা, বিক্রয় লক্ষ্য অর্জন করা, পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

যোগ্যতা: স্নাতক পাসসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ মাস মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অথবা এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। দেশের যেকোনো স্থানে চাকরি করা ও ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের সত্যয়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত এবং নিজ হাতে লেখা আবেদনপত্রসহ আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখ সকাল ৮:৩০ মিনিটের মধ্যে নিচের ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার স্থান: স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেড, রুপায়ন সেন্টার (১১ তলা), ৭২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।