বিশ্বকাপে আগের দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। ফ্রান্সে ২৩ সেপ্টেম্বর ঘানা ও ২৭ সেপ্টেম্বর রাতে তিউনেশিয়ার বিপক্ষের ওই দুই ম্যাচের জন্য চমক রেখে দল দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
২৬ সদস্যের ওই দলের সবচেয়ে বড় চমক আর্সেনালের জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের বাদ পড়া। এছাড়া আর্সেনালের লেফট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘাইলেস বাদ পড়েছেন। দলে জায়গা পাননি অফ ফর্মে থাকা অভিজ্ঞ ফিলিপে কুতিনহো ও দানি আলভেজ।
ব্রাজিলের ঘোষিত দলে চমক আছে রক্ষণ ও আক্রমণে। প্রথমবার ডাক পেয়েছেন দীর্ঘদেহি সেন্ট্রাল ডিফেন্ডার গ্লেইসন ব্রেমের। তিনি তুরিনে থাকতে দুর্দান্ত ছন্দে ছিলেন। তখন কোচের নজরে না পড়লেও চলতি মৌসুমে জুভেন্টাসে আসতেই দলে ডাক পেয়েছেন। রাখা হয়েছে রোমায় খেলা ডিফেন্ডার রজার ইবায়েজকে। তিতে দলে নিয়েছেন ফ্লামেঙ্গোয় খেলা তরুণ স্ট্রাইকার পেদ্রোকে।
দল ঘোষণার বিষয়ে ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘জেসুস দারুণ ছন্দে আছে। অবশ্যই সে দলে জায়গার জন্য লড়ছে। এই দলটা বিশ্বকাপের আগে অন্যদের দেখে নেওয়ার ভালো সুযোগ। কুতিনহো অসাধারণ খেলোয়াড়, জেসুসও। মার্টিনেল্লিকে নিয়ে কথা হচ্ছে। সকলকে দলে নেওয়া কঠিন।’
ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এদেরসন মোরালেস (ম্যানসিটি), ওয়েভারটন (পালমেইরা)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, গ্লেইসন ব্রেমের (জুভেন্টাস), অ্যালেক্স টেলাস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনোস (পিএসজি), রজার ইবায়েজ (রোমা)।
মিডফিল্ডার: কাসেমিরো, ফ্রেড (ম্যানইউ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (টটেনহ্যাস), রর্বাতো ফিরমিনো (লিভারপুল), ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস (রিয়াল মাদ্রিদ), অ্যান্তোনি (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), ম্যাথিউস কুনহা (অ্যাথলেটিকো মাদ্রিদ), পেদ্রো (ফ্লামেঙ্গো)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।