এশিয়া কাপে ১৫তম আসরে ভারত-পাকিস্তান ফাইনাল দেখার স্বপ্নে বিভোর ছিলেন ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান হেরে যাওয়ায় ভারতের ফাইনাল খেলার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে।
ফাইনালের আগে বিদায় নিশ্চিত হওয়ার পর ভারতের টিম ম্যানেজমেন্টের সমালোচনায় মুখর ভারতের সাবেক ক্রিকেটাররা। এই তালিকায় আছেন দলের বাহিরে থাকা খেলোয়াড়রাও। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা রবিন উথাপ্পা মনে করেন, বেশি পণ্ডিতি দেখাতে গিয়েই সর্বনাশ হয়েছে ভারতীয়দের। হুদাকে ফিনিশার বানানোর চেষ্টা হিতে বিপরীত হয়েছে, মত উথাপ্পার।
দলে দীনেশ কার্তিকের মতো দারুণ ফর্মে থাকা ফিনিশার থাকা সত্বেও ভারত উপরের দিকের ব্যাটারকে খেলিয়েছে তারা। তিনি বলেন, ‘গত দুই ম্যাচে ভারত যেটা করেছে, তা হলো যাদের দলে রেখেছে তাদের সঠিক পজিশনে খেলায়নি। দীপক হুদা ফিনিশার নয়। সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ফিনিশারের ভূমিকায় খেলেনি। অতীতে ভারতের হয়েও সে এ ভূমিকায় কখনো ব্যাট করেনি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।