যশোর কেশবপুরে বেড়েই চলেছে কিশোর গ্যাং তৎপরতা। উপজেলা জুড়েই চলছে তাদের উৎপাত, তাদের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছে উপজেলার সাধারণ লোকজন। উপজেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সের ছেলেরা সৃস্টি করেছে এই কিশোর গ্যাং।
এই সব কিশোর গ্যাংয়ে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রদের জড়িয়ে তাদেরকে দিয়ে চালিয়ে যাচ্ছে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধজনিত কাজ। অনেকে আবার জড়িয়ে পড়ছে মাদকের মত একটি নেশার সাথে যা মানুষের জীবনকে নষ্ট করে দেয় । মাদকের নেশার টাকার জন্য অনেকে জড়িত হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই এর মত বিভিন্ন ধরণের অপরাধের সাথে।
এসব কিশোর গ্যাং এর সদস্যগণ স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া ছাত্রীদের বিভিন্ন ভাবে উক্ত্যাক্ত করে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে জড়ো হয়ে প্রকাশ্যে সিগারেট ও গাজা টানতে দেখা যায়। কেউ কিছু বললে উল্টো তাদের উপর হামলা করে। এ বিষয়ে এখনো প্রশাসনিক তেমন কোন তৎপর না থাকায় এর প্রভাব দিন দিন এর সংখ্যা বাড়ছে।
অভিযোগ রয়েছে এসব কিশোর গ্যাং সদস্যদের পরিচালনা করেন উপজেলার কিছু প্রভাবশালী ব্যাক্তি। এদের দিয়ে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজ । এতে এসব অপরাধীদের দাপট আরো বেশি বেড়ে যায়। যার ফলে মান সন্মানের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।
তাই প্রশাসনের নিকট উপজেলার কেশবপুর পৌরসভাসহ ১১ট ইউনিয়নের বিভিন্ন এলাকার সচেতন সমাজের দাবী জরুরী ভিত্তিতে উপরস্থ মহল অভিযান পরিচালনা করে এসব কিশোর গ্যাং সদস্যদে তৎপরতা বন্ধ না করলে, ভবিষ্যতে এটি ভয়াবহ আকার ধারণ করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।