লালমনিরহাট জেলা সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর)  বিকাল ৩ টায় দুড়াকুঠি উচ্চা বিদ্যালয় মাঠে সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয়  কমিটির সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রুহুল আমিন দুদু, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী,  এ সম্মেলনে ৭ জন সভাপতি প্রার্থী ও ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছে।অনুষ্ঠানে প্রথম অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।’