যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের সুস্থতা কামনা ও জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যবিপ্রবি শাখা ছাত্রলীগ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল এর নেতৃত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করা হয় এছাড়া জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে শাখা ছাত্রলীগের নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন যবিপ্রবি ক্যাম্পাসের বাসভবনে থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. দীপক কুমার মন্ডলের অধীনে চিকিৎসা গ্রহণ করছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায়, করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুযায়ী আগামী ৭ দিন তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন।