মা হচ্ছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।
মাহির মা হওয়ার খবরে ঢালিউড পাড়ায় অনেক তারকা, পরিচালক ও প্রযোজক তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ মুঠোফোনে কল দিয়ে, কেউ আবার ফেসবুকেই অভিনন্দিত করেছেন মাহিকে। এমন খবরে বেশ উচ্ছ্বসিত পরীমণিও। তিনি মাহিকে অভিনন্দন জানিয়ে সোস্যাল মিডিয়া ফেসবুকে লেখেন, ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই….অনেক দোয়া, অনেক ভালোবাসা।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।