মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের একটি পল্লীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো মৃত্যুর বিষয়টি জানা গেল। খবর সিএনএনের।

সোমবার কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এ তথ্য জানিয়েছে।কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাঙ্কিপক্সে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আরোও পড়ুন: চাকরি দেবে অ্যাকশনএইড

বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ওই ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে কর্মরত সংস্থার (সিডিসি) দাবি, দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে।

সব মিলিয়ে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত। সংস্থাটির দাবি, মাঙ্কিপক্স ছড়ানোর পর থেকে পৃথিবীতে ১৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে এই প্রথম মৃত্যু যুক্তরাষ্ট্রে।

এর আগে গত মাসে টেক্সাসে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও পরে মার্কিন স্বাস্থ্য বিভাগ জানায়, তিনি অন্য আরও কয়েকটি রোগে ভুগছিলেন। তার মৃত্যু কারণ মাঙ্কিপক্স ছিল না বলে নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ।