ক্রিকেট থেকে লম্বা ছুটির পর এশিয়া কাপ খেলতে নেমে ফর্ম ফিরে পেয়েছেন বিরাট কোহলি। একই সঙ্গে চলছে সোশ্যাল মিডিয়ায় তার রাজত্ব।
সহস্র দিনের সেঞ্চুরি খরা কাটানোর কদিন বাদে জনপ্রিয়তায় অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন ভারতের সাবেক অধিনায়ক। অনলাইন সোশ্যাল মিডিয়া টুইটারে ৫ কোটি ফলোয়ার পাওয়া প্রথম ক্রিকেটার এখন কোহলি।
সবচেয়ে বেশি ফলোয়ার পাওয়া ভারতীয় অ্যাকাউন্টের তালিকায় তার উপরে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পিএমও ইন্ডিয়া রয়েছে। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ২১ কোটি ১০ লাখ ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামের শীর্ষ ভারতীয় সেলেব্রিটি।
সম্প্রতি এশিয়া কাপে ভারত বড় ধরনের সাফল্য না পেলেও কোহলিকে ফর্মে ফিরতে দেখেছে। দুটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৬১ বলে ১২২ রান করেন। ৫ ম্যাচ খেলে ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান কোহলি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।