দেশে তৈরি ছয় হাজার ১০০ ডেডওয়েট টন ধারণ ক্ষমতা ও উচ্চ গতিসম্পন্ন মাল্টি পারপাস পণ্যবাহী কন্টেইনার জাহাজ যুক্তরাজ্যে রপ্তানি করলো বাংলাদেশ।
দেশীয় আনন্দ শিপইয়ার্ডের তৈরি জাহাজটি কিনেছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাহাজটি হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অত্যাধুনিক জাহাজ রপ্তানি করল।
জাহাজ নির্মাণের সূতিকাগার ইংল্যান্ডে জাহাজ রপ্তানি একটি বড় অর্জন। ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্প পৌঁছাবে তৈরি পোশাক শিল্পের কাছাকাছি অবস্থানে। বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত ভূমিকা রাখবে।
সেলক্ষ্যে চট্টগ্রাম, মাতারবাড়ী, মংলা, পায়রাসহ সব বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে সমুদ্রসীমা জয় করলেও সমুদ্র সম্পদকে এখনও কাজে লাগানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।