বছর ঘুরে আবারও চলে এলো দূর্গা পূজা। আর পূজা মানেই হরেক রকম মজাদার খাবার দাবার। তার মধ্যে অন্যতম নাড়ু। তাই আজকের আয়োজন পূজা স্পেশাল নারিকেল নাড়ু।