বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা পেয়েছে টিকটক অ্যাপ। এই অ্যাপটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বছর রিলস সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। কিন্তু কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটি।
ফেসবুক-ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার এক নথি পর্যালোচনা করে বুধবার (১৪ সেপ্টম্বর) ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রতিদইন ১৯৭ দশমিক ৮ মিলিয়ন ঘণ্টা টিকটক ব্যবহার হয়। অপরদিকে ইনস্টাগ্রামের রিলস ব্যবহার হয় মাত্র ১৭ দশমিক ৬ মিলিয়ন ঘণ্টা।
ফলে প্রতিদিন ইনস্টাগ্রামের রিলসের তুলনায় ১০ গুণের বেশি সময় টিকটক ব্যবহার হয়। মেটার নথি অনুযায়ী, বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও গত এক মাসে ইনস্টাগ্রামের রিলস ব্যবহারকারীর সংখ্যা ১৩ দশমিক ৬ শতাংশ কমেছে। শুধু তাই নয়, ব্যবহারকারীর অনেকেই রিলস ভিডিও বিনিময়ের সঙ্গে যুক্ত হন না।
সম্প্রতি টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের রিলস ফিচারে ভিডিও তৈরির সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম। ফলে ইনস্টাগ্রামের রিলসের মাধ্যমে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। শুধু তা-ই নয়, রিলসে পছন্দের অডিও ফাইল ব্যবহার করা সম্ভব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।