মিনিকেট নামে কোনো চাল বাজারে থাকবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তের এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। এএইচএম সফিকুজ্জামান বলেন, ধানের নামেই চালের নাম হওয়ার কথা।

মিনিকেট নামে কোনো ধান নেই, তাহলে এই চাল আসে কোথা থেকে। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে এই চাল বাজারে থাকবে কি-না।