ভক্ত-শুভাকাঙক্ষীদের জন্য সুখবর দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি জানিয়েছেন, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। এর কারণ হিসেবে মাহি বলেন, ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি।’
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন মাহি।
স্ট্যাটাসে বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে মাহি বলেন, ‘আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ।’
এর পরেই লজ্জার ইমোজি ব্যবহার করেন মাহিয়া মাহি। পরে সবার কাছে দোয়া চান তিনি।
এদিকে মাহির এ স্ট্যাটাসে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।
তবে এর আগেও মাহির মা হওয়া নিয়ে গুঞ্জন ওঠে। চলতি বছরের জানুয়ারিতে মাহির কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় ওই গুঞ্জন উড়িয়ে দেন মাহি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।