ভারতে আরও ৫০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) ১০টি প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেয়া হয়। নিয়ম অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, এসব মাছ রপ্তানির জন্য যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছে, তাদেরই রপ্তানি করতে হবে। অনুমোদন হস্তান্তর করা যাবে না। কোনো ধরনের সাব-কন্ট্রাক্ট দিয়েও রপ্তানি করা যাবে না। শুল্ক্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানি পণ্যের কায়িক পরীক্ষা করতে হবে। অনুমোদিত পরিমাণ অর্থাৎ ৫০ টনের বেশি কেউ রপ্তানি করতে পারবে না।
এ অনুমোদনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে, তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমোদনের মেয়াদ শেষ হবে। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর থেকে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু। গত কয়েক বছর দুর্গাপূজার আগে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।