সারাদেশের মতো যশোর কেশবপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ২টায় শেষ হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১ অক্টোবর।
করোনা মহামারির কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু তার আগ মুহূর্তে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ১৭ জুন শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর নতুন সূচি প্রকাশ করা হয়।
উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল মোট পরীক্ষার্থী ৩২৪১ জন উপস্থিত পরিক্ষার্থী ৩১৩৫ জন অনুপস্থিত ১০৬ জন। সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।