নওগাঁর মহাদেবপুরে শহিদুল ইসলাম বাবু (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

শুক্রবার ভোরে উপজেলার বুজরকান্তপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাবু ওই গ্রামের মৃত ছলিম উদ্দীনের ছেলে। মহাদেবপুর বাসস্ট্যান্ডে তার পোলট্রি ফিডের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সবার অজান্তে ভোরে গ্যাসবড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন বাবু। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, পোলট্রি ফিডের ব্যবসায় ধার-দেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েন ব্যবসায়ী বাবু। ঋণের কারণে প্রায়ই বিষণ্ন থাকতেন। এ কারণে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঋণের কারণে গ্যাসবড়ি খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে মৌখিকভাবে শুনেছি।