নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর দিক-নির্দেশনায় ডিবি’র এলআইসি টিমের ধারাবাহিক চোরাই মটরসাইকেল উদ্ধার অভিযানের অংশ হিসেবে একাধিক চোরাই মটরসাইকেল ক্রয়/বিক্রেতা গ্রেফতারকৃত হাজতী আসামী রশিদুল ইসলাম ওরফে রিংকুকে ০২ (দুই) দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে ১৫ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়ার ইবি থানাধীন নলকোলা বাজারে অভিযান পরিচালনা করে একটি চোরাই পালসার মটরসাইকেলসহ সাইফুল ইসলাম (২২) কে আটক করে ডিবি’র এলআইসি টিম।
আটক সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
যশোর ডিবি পুলিশের ধারাবাহিক চোরাই মটরসাইকেল উদ্ধার অভিযানে গত ২ মাসে মোট ১৯টি চোরাই মটরসাইকেল জব্দ করা হয়েছে। এ পর্যন্ত ১১টি গাড়ি প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।