নতুন একটি সিনেমার গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও বেলাল খান। সিনেমার নাম ‘প্রেম পুরাণ’। গানের শিরোনাম ‘তোর দিকে চলে যাব’। এটি লিখেছেন, সুর করেছেন ও সংগীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।
সিনেমাতে গানটি শবনম বুবলী ও রোশানের লিপে দেখা যাবে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকদার। গান করলেও সিনেমাটি সম্পর্কে বিশেষ কিছু বলেননি কণা ও বেলাল।
আরোও পড়ুন: গ্যাস বেলুন বিস্ফোরণ হয় যে কারণে
২৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি
এ গান প্রসঙ্গে কণা বলেন, ‘গানটি ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’ বেলাল খান বলেন, ‘গানটি একটি ট্রেন্ডি গান। সিনেমার শুটিং শেষ, চিত্রায়ণ অনুযায়ী গানটি এক কথায় খুব ভালো হয়েছে।
আমার বিশ্বাস এ গানটি বেশ জনপ্রিয়তা পাবে।’ কণা ও বেলাল খান এর আগে একসঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।