প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কদিন আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপের খেলায় ম্যাকাইবা হাইফার জালে গোলমুখ খুলেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোববার লিগ ওয়ানে লিওঁর মাঠেও গোলের খাতা খোলেন তিনি এবং তার একমাত্র গোলে জয় নিয়ে ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা।
পঞ্চম মিনিটে মৌসুমে নিজের চতুর্থ গোল করেন মেসি। তাতে ক্রিস্টোফার গালটিয়েরের দল ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। মার্শেই ১-১ গোলে ঘরের মাঠে স্তাদে রেনেইসের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট পেছনে পড়েছে।
সব প্রতিযোগিতা মিলে পিএসজি ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্র করেছে। সবশেষ জয় আরও দারুণ হতে পারতো, কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট করায় এক গোলের বেশি করতে পারেনি।
দারুণ শুরু হয় পিএসজির। প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের পাস থেকে অ্যান্থনি লোপেসকে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। দ্বিতীয়ার্ধে আরেকটি সুযোগ পান মেসি। কিন্তু লোপেস দুর্দান্ত সেভে স্বাগতিকদের বাঁচান। লিওঁ তাদের সেরা সুযোগ পায় ৭৬তম মিনিটে। মারকুইনহোস গোল লাইন থেকে মুসা দেম্বেলের হেড ফিরিয়ে দেন।
পিএসজির জন্য আরও দুটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও নেইমার। কিন্তু লোপেস তাদের বাধা দেন। অবশ্য স্বাগতিকরা আর কখনও হুমকি হয়ে ওঠেনি প্যারিস ক্লাবের জন্য
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।