বাজারে আবারও বেড়েছে ডিমের দাম। প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। অথচ একদিন আগে প্রতিহালি ৪৫-৫০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ডিমের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা।
যদিও বাজার স্বাভাবিক করতে ভারত থেকে ডিম আমদানির অনুমতি দিতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। বাজারের এমন অবস্থায় নিত্যপণ্যের দাম বাড়লে এর দায়ভার এসে পড়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। আর এ কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাপ সামলাতে বাণিজ্য মন্ত্রণালয় ফের ডিম আমদানির পক্ষে। বাংলাদেশ পোলট্রি এ্যাসোসিয়েশন ডিম ও ব্রয়লার মুরগির দাম বাড়ার জন্য এ খাতের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা। এ জন্য পোলট্রি বোর্ড গঠন ও তার মাধ্যমে পণ্যের দাম নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।