বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিরতার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে দায়ী করে বিবৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারভিত্তিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আরাকান আর্মির মূল রাজনৈতিক দল ইউনাইটেড লিগ অব আরাকানের প্রকাশ করা বার্মিজ ভাষায় লেখা একটি বিবৃতি প্রচার করা হয়েছে
আরোও পড়ুন:
ভারতে লটারিতে ২৫ কোটি রুপি জিতলেন অটো ড্রাইভার!
১০০ জনকে চাকরি দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
গত ১৮ সেপ্টেম্বর মিয়ানমারে ওয়েস্টার্ন নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের বান্দরবানের মর্টার শেলে বিস্ফোরণে নিহত রোহিঙ্গা ইকবালের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে আরাকান আর্মি।
এ ঘটনার জন্য মিয়ানমারের সামরিক সরকারনিয়ন্ত্রিত বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) দায়ী করে প্রতিবাদ জানিয়েছে তারা। বিবৃতিতে আরাকান আর্মি জানায়, সমগ্র মিয়ানমারে সামারিক জান্তা সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে।
জান্তার এমন আচরণের কারণে দেশটির সীমান্ত অঞ্চলের মানুষের চরম সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।