বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পিওএল অ্যাটেনডেন্ট ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিআরটিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উত্তীর্ণ হয়েছেন ১১ জন, পিওএল অ্যাটেনডেন্ট পদে ১৫৩ জন ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৫১ জন উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শনিবার সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পিওএল অ্যাটেনডেন্ট ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।