জাবি প্রতিনিধি ||
বিশ্ব সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন (ডিইএসআরএফ) সারাদেশের আটটি জেলার নয়টি উপজেলায় প্রান্তিক পর্যায়ে ১৭০০ শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে সচেতনতা ক্যাম্পেইন করেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এমন তথ্য জানান সংগঠনটির প্রচার সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপ ইকোলজি ভলান্টিয়ারদের সম্মিলিত প্রয়াসে সিলেট, ফেনী, কুষ্টিয়া, মাগুরা, রাজশাহী, দিনাজপুর, মানিকগঞ্জ, ঢাকার গাজীপুর ও কেরানীগঞ্জে উচ্চ সর্পদংশন প্রবণ এলাকার স্কুলগুলোতে ক্যাম্পেইন করা হয়।এ সময় ব্যানার,পোস্টার, ভিডিও প্রেজেন্টেশন ও লিফলেটের মাধ্যমে সাপে কাটলে করণীয়, সাপেকাটা থেকে বাঁচার উপায়, প্রকৃতিতে সাপের প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে বিজ্ঞাননির্ভর তথ্য উপস্থাপন করা হয়।
ড. এম এ ফয়েজের গবেষণালব্ধ ডাটাবেজ অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৬০০০ মানুষ সাপেকাটায় মারা যান। এদের মধ্যে মাত্র ৩% সাপেকাটা রোগী সরাসরি ডাক্তারের কাছে যায়।যেখানে ওঝামুখী হওয়ার প্রবণতা ৮৬%৷ একারণে সর্পদংশন দেশে দ্বিতীয় সর্বোচ্চ অকালমৃত্যুর কারণ।
ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম আরজেএসসি রেজিস্ট্রার্ড সোসাইটি হিসেবে ২০১৮ সাল থেকে সাপ উদ্ধার, সর্পদংশন সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণ নিয়ে কাজ করছে। সংগঠনটির বর্তমান সাড়ে পাঁচশত স্বেচ্ছাসেবী সারা দেশে সাপসমস্যা নিয়ে কাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।