দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ থেকে উঠে আসা গায়ক আকবরের পায়ের কিছু অংশ কেটে বাদ দিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন আকবের স্ত্রী কানিজ ফাতেমা সীমা।
এর আগে আকবরের পায়ের গোড়ালিতে পচন ধরেছে। এই অসুখের চিকিৎসায় ১৮ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা সীমা সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বলেন, ‘আজ পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে।
পুরোটা এখনো কাটার সিদ্ধান্ত হয়নি।’ কানিজ জানান, আকবরের দুটো কিডনিই সংক্রমিত, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাটার সিদ্ধান্ত হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।