মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চাঞ্চল্যকর আতর লস্কর হত্যা মামলার আসামী হাসিবুল খান (২৮) কে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ সিপিসি-৩ । সে মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামের ছলেমান খানের ছেলে।
এ বিষয়ে যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, মাগুরার মহম্মদপুর উপজেলায় আতর লস্কর (৫৫) নামের এক ব্যক্তিকে গত রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।
এর একদিন পরে ৫ সেপ্টেম্বর (সোমবার) ভোরে তিনি মারা যায় । নিহত আতর লস্কর একই ইউনিয়নের উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উক্ত দায়ের করা হত্যা মামলার ২৯ নম্বর আসামী হাসিবুল খানকে মহম্মদপুর উপজেলার বনগ্রাম (ডাংগাপাড়া) এলাকা থেকে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।