২০২১-২০২২ অর্থবছরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীনে দেশের আটটি সরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় ও বিনিয়োগে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
গত ৪০ বছরে প্রথমবারের মতো উচ্চ প্রবৃদ্ধি পেয়েছে ইপিজেডের শিল্প। ২০২১ অর্থবছরের ৬.৬৩ বিলিয়ন ডলারের আয় চলতি বছরে ৩০.৪১ শতাংশ বেড়ে ৮.৮৫ বিলিয়ন ডলার হয়েছে। দেশের ইতিহাসে প্রথম এতো আয়ের রেকর্ড গড়লো এই খাত।
কোভিড-১৯ মহামারি, লকডাউন, ক্রয়াদেশ বাতিল ও আদেশের ঘাটতিসহ নানান সমস্যা সত্ত্বেও ৮টি ইপিজেডে অবস্থিত শিল্পগুলো দুর্দান্তভাবে ফিরে এসেছে। গত অর্থবছরে মোট রপ্তানি আয়ের মধ্যে চট্টগ্রাম ইপিজেড ২.৫৯ বিলিয়ন ডলার আয় করে শীর্ষে ছিল।
এরপরে ঢাকা ইপিজেডের ২.১২ বিলিয়ন ডলার, কর্ণফুলী ইপিজেডের ১.৪৪ বিলিয়ন ডলার, আদমজী ইপিজেডের ৯৩৫.৭৬ মিলিয়ন ডলার, উত্তরা ইপিজেডের ৩৭৬.৬৬ মিলিয়ন ডলার, ঈশ্বরদী ইপিজেডের ২০৯.০৬ মিলিয়ন ডলার ও মংলা ইপিজেডের ১৫৮.২৪ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০২২ সালের জুন পর্যন্ত ইপিজেড থেকে মোট রপ্তানি আয় ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ ছিল ইপিজেডের। এরমধ্যে পোশাক রপ্তানি হয়েছে ৫৪.৬৮ শতাংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।