জাতীয় পার্টি আহুত ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন সফল করার লক্ষে নড়াইল জেলা সম্মেলন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সুপারিশক্রমে ওই কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
এতে নড়াইল জেলা জাপার সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সৈয়দ মফিজুর রহমানকে আহবায়ক এবং সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণকে সদস্য সচিব করে ৬৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি দেয়া হয়।
এছাড়া অ্যাড. তোজাম্মেল শেখ (সাবেক পিপি), অ্যাড. সৈয়দ মাহবুবুর রশিদ এমরান, মেজর রুহুল কুদ্দুস (অব.), ইউএম খালিদ আতিক, মো. রবিউল ইসলাম(মোহন মোল্লা), ডা. মনিরুজ্জামান খোকন, প্রিন্সিপাল জালাল উদ্দিদ আহমেদ, মো. সাজ্জাদুর রহমান রুনু ও মো. মনজুরুল ইসলামকে (শিক্ষক) যুগ্ম আহবায়ক করা হয়েছে।
অনুমোদনের চিঠিতে বলা হয়েছে, এ আদেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।