সাফ জিতে দেশে ফেরা নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরির ঘটনা ঘটেছে।

বিমানবন্দরে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুজনের কয়েক লাখ টাকার মতো খোয়া গেছে। এ ছাড়া দলের অন্যান্য সদস্যদেরও লাগেজ পাওয়া গেছে ভাঙা অবস্থায়।

সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষ্ণা রানি সরকার। তার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি হয়েছে। এছাড়াও শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে ৪০০ ডলার চুরি হয়েছে বলে জানা যায়।