নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. সাজু মিয়া (৪০) ও মো. কালা মিয়া (৫৫) নামে দুই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম এ সাজা দেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বগজান এলাকায় উব্দাখালী নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. সাজু মিয়া ও মো. কালা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।