চোরাবালি মন শিউলী চক্রবর্তী
আমি নির্জন তুমি প্রকৃতি
আনমনা মন করে চলেছে
কবিতা আবৃতি
শান্ত সজল ভঙিমা তে
কত গাছের বাহার
ঠাঁই দাঁড়িয়ে আকাশ আলোতে
হয়নি সেদিন আহার।
এবার মন খুলে গাই
হেমন্তবাবুর গান
মুছে যাওয়া দিনগুলি
আসলো জলের বাণ
পাখিরা তখন ছুটাছুটি
ঘরে ফেরার পালা
ঠাঁই দাঁড়িয়ে গোধূলি সুর্য্য
মনের ঘরে অনজ্বালা।
মা ডাক যেনো শুনতে পেলাম
অশান্ত মন মুহুর্তেই শান্ত
পথ বেঁয়ে চলতে থাকলাম
বলি আমি আজো জীবন্ত
ঘরে ঢুকতেই সেই ছবি
গানের সুরেই বলি
তুমি কি কেবলি ছবি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।