দেশে ডেঙ্গু ও কভিড-১৯ এর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩৮ শতাংশ। এ সময় মারা গেছে একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম জানায়, গতকাল দুজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এ পর্যন্ত ৫০ জন মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন (এর মধ্যে কক্সবাজারে ১৮ জন) ও বরিশাল বিভাগে চারজন।
সেপ্টেম্বরের ২৩ দিনে ২৯ জনের মৃত্যু ও ছয় হাজার ৮১৯ রোগী ভর্তির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ভর্তি ১২৫ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৯২ জন ও অন্যান্য বিভাগের ৩৩ জন ছিলেন।
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ শতাংশের কাছাকাছি। বর্তমানে তা ১৫ শতাংশ ছাড়িয়েছে। এ মাসের প্রথম সপ্তাহে প্রতি ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হচ্ছিল ২০০ থেকে ৩০০ জন। বর্তমানে তা সাত শর কাছাকাছি।
এই পরিস্থিতি সম্পর্কে সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, দেশে করোনা সংক্রমণের প্রকৃত অবস্থা অজানাই থেকে যাচ্ছে। কারণ উপসর্গ থাকলেও অনেকে পরীক্ষা করাচ্ছে না। এক দিনে কমপক্ষে ১০ হাজার নমুনা পরীক্ষা হলে প্রকৃত অবস্থার কাছাকাছি ধারণা পাওয়া সম্ভব। কিন্তু নমুনা পরীক্ষা হচ্ছে পাঁচ হাজারের নিচে। এতে শনাক্তের হার ১৫ শতাংশের বেশি হলেও এটি উদ্বেগের কি না, তা বলা যাবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।