মাগুরা জেলায় আজ (৩০ মার্চ) মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন করেছে মাগুরা জেলার সাংবাদিকবৃন্দ।
মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১২.০০ ঘটিকায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ অলোক বোস, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, হোসেন সিরাজ, আবু বাশার আকন্দ, মোখলেছুর রহমান, কাজী আশিক রহমান, শালিখা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার ফারুক আহমেদ, মহম্মদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শওকত বিপ্লব রেজা বিকো, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল সহ আরো অনেকে।
বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সব হামলায় জড়িতদের শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।