শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সিঙ্গিয়া আদর্শ কলেজের পার্শ্ববর্তী গাইদগাছি গ্রামের বিশ্বনাথ দাসের ঘরে আগুন লেগে আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায় বিশ্বনাথ দাসের টিনশেডের দুই কক্ষের ঘরেটিতে বিদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ সময় বিশ্ব নাথ দাসের পরিবারের কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। আগুন দৃশ্যমান হওয়ার পর প্রতিবেশীরা পানি দিয়ে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে ৭ টা ২০ মিনিটে আগুন নিভাতে সক্ষম হয়।

এরই মধ্যে ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, স্টিল আলমারি, টিভিসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে আসা উপস্থিত প্রতিবেশীরা জানান আগুন নেভানোর ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

ভুক্তভোগী বিশ্বনাথ দাস ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। এখবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল । অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনার পাশাপাশি তিনি তাদের পাশে দাঁড়াবেন বলে জানান।