ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মিনা দিবস উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা বেগম, সহকারি শিক্ষা অফিসার ফরিদুরজ্জামান, ধানুয়া কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ আরো অনেকেই।
র্যালি শেষে উপজেলা সরকারি গণগ্রন্থগার হলরুমে সরকারি গণগ্রন্থাগার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।