মোঃ শরিফ উদ্দিন,শেরপুর প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে আজ রোজ শনিবার শেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শেরপুর শহরের গৃদ্দানারায়নপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল সাহেবের বাসার সামনে থেকে দলীয় কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। পরে মাঝপথে পুলিশি বাধায় মিছিলে পুলিশ বাধা দিলে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সহ জেলা, থানা ও শহর যুবদলের নেতা কর্মী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।