মনিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মণিরামপুরের কৃতিসন্তান লেখক ভট্টাচার্য্য। মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি বলেন মণিরামপুর প্রেসক্লাব একটি ঐহিত্যবাহী প্রতিষ্ঠান।


আমার জন্মভূমির এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জন্য আমি গর্ববোধ করি। তিনি মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ভাই। আপনাদের লেখনির মাধ্যমে আমার চলার পথকে আরও সুমসৃন করার জন্য আপনাদের কাছে আমি আন্তরিক সহযোগিতা চাই।

তিনি মণিরামপুর প্রেসক্লাবের কল্যাণে সর্বদা পাশে থাকার চেষ্টা করবেন বলে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য হাদিউজ্জামান ফয়সালসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক গন উপস্থিত ছিলেন।