ম্যানচেস্টার ইউনাইটেডের নিষ্প্রভ রোনালদোকে দেখা গেল পর্তুগালের জার্সিতেও। একের পর এক গোল মিস করলেন। তাতে অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি পর্তুগালকে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বড় ব্যবধানে জিতে উয়েফা নেশন্স লিগের ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল আসরের সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল।
আরো পড়ুন: সানজিদাকে আইফোন উপহার দিলেন কিরণ
নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী
শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রাগের ফর্চুনা অ্যারেনায় নেশন্স লিগের ম্যাচে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোল করেছেন দিয়োগো দালোত। বাকি গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ ও দিয়োগো জটা।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। ডান দিক থেকে বাড়ানো ব্রুনোর দারুণ পাসে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে শটই নিতে পারেননি ৩৭ বছর বয়সী তারকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।