ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রি রাশমিকার মান্দানা। সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। রাশমিকা হায়দরাবাদে ডা. গুরুবারেড্ডির কাছে গিয়েছিলেন, ভারতের নামকরা অর্থোপেডিকসদের একজন তিনি।
আরো পড়ুন: ৪০০ পর্বে বৈশাখী টিভির ধারাবাহিক ‘বউ শাশুড়ি’
চুলের যত্নে ঘরোয়া প্রোটিন প্যাক
পরবর্তী সময়ে সামাজিকমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন গুরুবারেড্ডি। তিনি জানান, হাঁটুর সমস্যায় ভুগছেন এই নায়িকা। তবে তা গুরুতর নয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। পাশাপাশি তিনি জানান, ‘পুষ্পা’ সিনেমায় রাশমিকার অভিনয় তার অনেক পছন্দ হয়েছে।
রাশমিকার ঝুলিতে বর্তমানে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার একাধিক সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় তার প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’। বিকাশ বেহল পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। আগামী ৭ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।